Monday, 8 July 2019

রোডসকে বিদায় বাংলাদেশের, ওয়ালশের ভাগ্যও ঝুলছে

বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরতেই স্টিভ রোডসকে বিদায় করে দিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচ নিয়ে যাবে বাংলাদেশ
‘আমাকে আর ছয় মাস রাখলে আমি বাংলাটা আরও ভালোভাবে শিখে ফেলতাম’—আফগানিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন শেষে রসিকতা করে বলেছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। কোচের কথা ধরেই শুরু হয়েছিল গুঞ্জন, বিশ্বকাপের পরে আর বাংলাদেশ দলের সঙ্গে থাকা হচ্ছে না রোডসের। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার এক দিনের মধ্যেই সেই গুঞ্জনই সত্যি হলো। রোডসকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তি ছিল আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু বিদায়প্রক্রিয়া শেষ করা হয়েছে দুই পক্ষের সমঝোতায়।
রোডসের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। পারস্পরিক চুক্তির মাধ্যমে সম্পর্কের ইতি টানা হয়েছে বলে জানান নিজামউদ্দিন, ‘স্টিভ রোডসের সঙ্গে আমরা একটা পারস্পরিক বোঝাপড়ায় এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ না করার। বিশ্বকাপের পর প্রতিটি বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরম্যান্স পুনর্বিবেচনা করে থাকে। সেদিক থেকে আমরা বসেছিলাম। এগুলো আসলে একতরফা হয় না। দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি পারবে না, এটা কোচের ইচ্ছার যেমন দরকার হয়, আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি। বোর্ড এবং স্টিভ রোডস সমঝোতায় এসেছে আর একসঙ্গে কাজ না করার ব্যাপারে।’
রোডসের বিদায় নিশ্চিত। আর অন্যদিকে ঝুলে আছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভবিষ্যৎ। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই চুক্তি শেষ হয়ে গিয়েছে ওয়ালশের। তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হবে কি না, তা পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত হবে। তবে ওয়ালশের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা তেমন নেই।
এর মধ্যে এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়। ওই সফরে ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ ভারপ্রাপ্ত কোচ নিয়ে গিয়েছিল।

Sunday, 7 July 2019

ভারত জাতীয় ক্রিকেট দল

পরিভ্রমণে ঝাঁপ দিনঅনুসন্ধানে ঝাঁপ দিন
ভারত
ভারত জাতীয় ক্রিকেট দলের লোগো.svg
টেস্ট মর্যাদা১৯৩২
প্রথম টেস্টবনাম  ইংল্যান্ড লর্ডস, লন্ডন, ২৫-২৮ জুন, ১৯৩২
অধিনায়কবিরাট কোহলি
কোচরবি শাস্ত্রী
আইসিসি টেস্টওডিআই এবং টি২০আই র‌্যাঙ্কিং১ম
২র্থ
৩য় [১]
টেস্ট ম্যাচ
– বর্তমান বছর
৫০১
সর্বশেষ টেস্টটেমপ্লেট:দেশের উপাত্ত south africa ডারবান
জয়/পরাজয়
– বর্তমান বছর
১৩১/১৫৭
৪/০
৩ অক্টোবর ২০১৬ পর্যন্ত
ভারত ক্রিকেট দল ভারতের জাতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই দ্বারা পরিচালিত এই দল টেস্ট,ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি২০ ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র পূর্ণ সদস্য।এই দলের প্রথম টেস্ট ক‍্যাপ্টেন C.K.Naidu.

আন্তর্জাতিক মাঠ[সম্পাদনা]

বর্তমান দলের সদস্য[সম্পাদনা]

নামবয়সব্যাটিং ষ্টাইলবোলিং স্টাইলআভ্যন্তরিন দলটেস্টওডিআইটি২০আইএস/এস
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান
বিরাট কোহলি৩০ডান হাতি ব্যাটিংদিল্লিYesYesYes১৮
টেস্ট সহ-অধিনায়ক এবং ওপেনিং-মিডল-অর্ডার ব্যাটসম্যান
অজিঙ্কা রাহানে৩১ডান হাতি ব্যাটিংমুম্বাইYes২৭
ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান
রোহিত শর্মা৩২ডান হাতি ব্যাটিংমুম্বাইYesYes৪৫
অতিরিক্ত সহ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান
শিখর ধাওয়ান৩৩বাঁ হাতি ব্যাটিংদিল্লি, হায়দ্রাবাদYesYesYes২৫
ওপেনিং ব্যাটসম্যান
মুরলী বিজয়৩৫ডান হাতি ব্যাটিংতামিলনাড়ুYes
লোকেশ রাহুল২৭ডান হাতি ব্যাটিংকর্ণাটক, পাঞ্জাবYesYesYes
মিডল-অর্ডার ব্যাটসম্যান
আম্বতি রায়ডু৩৩ডান হাতি ব্যাটিংYes
সুরেশ রায়না৩২বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ-ব্রেকউত্তর প্রদেশYes
চেতেশ্বর পুজারা৩১ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ-ব্রেকসৌরাষ্ট্র, ইয়র্কশায়ারYes
মনীশ পাণ্ডে২৯ডান হাতি ব্যাটিংকর্ণাটক, হায়দ্রাবাদYes
শ্রেয়াস আইয়ার২৪ডান হাতি ব্যাটিংYes
লোয়ার-অর্ডার ব্যাটসম্যান
করুণ নায়ার২৭ডান হাতি ব্যাটিংকর্ণাটকYes
উইকেট-কিপার্স ব্যাটসম্যান
মহেন্দ্র সিং ধোনি৩৭ডান হাতি ব্যাটিংঝাড়খণ্ডYesYes
ঋদ্ধিমান সাহা৩৪ডান হাতি ব্যাটিংবাংলাYes
দিনেশ কার্তিক৩৪ডান হাতি ব্যাটিংYesYes২১
অল রাউন্ডার
রবিচন্দ্রন অশ্বিন৩২ডান হাতি ব্যাটিংডানহাতি অফ-স্পিনতামিলনাড়ুYes৯৯
রবীন্দ্র জাদেজা৩০বাঁ হাতি ব্যাটিংবাম-হাত অর্থোডক্স স্পিনসৌরাষ্ট্রYes
ভুবনেশ্বর কুমার২৯ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম মেডিয়ামYesYes১৫
হারদিক পাণ্ডা২৫ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামবারোদাYesYesYes৩৩
ওয়াশিংটন সুন্দর১৯বাঁ হাতি ব্যাটিংডানহাতি অফ-স্পিনতামিলনাড়ুYesYes৫৫
পেস বোলার
উমেশ যাদব৩১ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামবিদর্ভYesYesYes১৯
ইশান্ত শর্মা৩০ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামদিল্লিYes
মোহাম্মদ শমী২৯ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামবাংলাYes১১
সিদ্ধার্থ কৌল২৯বাঁ হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামYesYes
জসপ্রীত বুমরাহ২৫ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্ট মিডিয়ামYesYes৯৩
শার্দুল ঠাকুর২৭ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্ট মিডিয়ামYes৫৪
স্পিন বোলার
যুজবেন্দ্র চাহাল২৮ডান হাতি ব্যাটিংডানহাতি লেগ ব্রেক গুগলিহরিয়ানাYesYes
কুলদীপ যাদব২৪বাঁ হাতি ব্যাটিংবাঁ-হাতি চায়নাম্যানউত্তর প্রদেশ, কলকাতাYesYesYes২৩
পৃত্থ সহ

মানচিত্রে[সম্পাদনা]

ঘরোয়া ক্রিকেট[সম্পাদনা]

বিশ্ব ক্রিকেটের অন্যতম সুগঠিত ঘরোয়া ক্রিকেট ভারতীয় জাতীয় দলকে আরো সমৃদ্ধ করেছে। ভারত এ ক্রিকেট দল বিভিন্ন সময়ে প্রথম শ্রেণীর ও লিস্ট এ ক্রিকেট খেলে থাকে যেখানে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা হয়।

ফলাফল[সম্পাদনা]

দ্বিপাক্ষিক সিরিজ এবং ট্যুর
তারিখবিপক্ষেহোম/অ্যওয়েফলাফল
টেস্টওডিআইটি২০আই
ফেব্রুয়ারি-মার্চ ২০১৭ অস্ট্রেলিয়াহোম২-১ [৪]
জুন-জুলাই ২০১৭ ওয়েস্ট ইন্ডিজঅ্যওয়ে৩-১ [৫]০-১ [১]
জুলাই-সেপ্টেম্বর ২০১৭ শ্রীলঙ্কাঅ্যওয়ে৩-০ [৩]৫-০ [৫]১-০ [১]
সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ অস্ট্রেলিয়াহোম৪-১ [৫]১-১ [৩]
অক্টোবর-নভেম্বর ২০১৭ নিউজিল্যান্ডহোম২-১ [৩]২-১ [৩]
নভেম্বর-ডিসেম্বর ২০১৭ শ্রীলঙ্কাহোম১-০ [৩]২-১ [৩]৩-০ [৩]
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০১৮ দক্ষিণ আফ্রিকাঅ্যওয়ে১-২ [৩]৫-১ [৬]২-১ [৩]
জুন ২০১৮ আফগানিস্তানহোম[১]
জুন ২০১৮ আয়ারল্যান্ডঅ্যওয়ে[২]
জুলাই-সেপ্টেম্বর ২০১৮ ইংল্যান্ডঅ্যওয়ে[৫][৩][৩]
অক্টোবর-নভেম্বর ২০১৮ ওয়েস্ট ইন্ডিজহোম[৩][৫][১]
নভেম্বর-ডিসেম্বর ২০১৮ অস্ট্রেলিয়াঅ্যওয়ে[৪][৩][৩]
বহু দল সিরিজ এবং প্রতিযোগিতা
তারিখসিরিজবিন‍্যাসঅবস্থানফলাফল
জুন ৩০১৭ইংল্যান্ডওয়েল্‌স্‌২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিওডিআইরানার-আপ৩-২ [৫]
মার্চ ২০১৮শ্রীলঙ্কা ২০১৮ নিদাহস ট্রফিটি২০আইবিজয়ী৪-১ [৫]
সেপ্টেম্বর ২০১৮ভারত ২০১৮ এশিয়া কাপওডিআইবিজয়ী

কোচিং এবং সাপোর্ট স্টাফ[সম্পাদনা]

টুর্নামেন্টের ইতিহাস[সম্পাদনা]

ক্রিকেট বিশ্বকাপ[সম্পাদনা]

বিশ্বকাপ রেকর্ড
স্বাগতিকবছররাউন্ডঅবস্থানখেলাহাটাইফহ
ইংল্যান্ড১৯৭৫রাউন্ড ১৬/৮
ইংল্যান্ড১৯৭৯রাউন্ড ১৭/৮
ইংল্যান্ড১৯৮৩চ্যাম্পিয়ন১/৮
ভারত/পাকিস্তান১৯৮৭সেমি-ফাইনাল৪/৮
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড১৯৯২রাউন্ড ১৭/৯
ভারত/পাকিস্তান/শ্রীলংকা১৯৯৬সেমি-ফাইনাল৪/১২
ইংল্যান্ড১৯৯৯রা২ (সুপার ৬)৬/১২
দক্ষিণ আফ্রিকা/জিম্বাবুয়ে/কেনিয়া২০০৩রানার-আপ২/১৪১১
ওয়েস্ট ইন্ডিজ২০০৭রাউন্ড ১১০/১৬
ভারত/শ্রীলঙ্কা/বাংলাদেশ২০১১চ্যাম্পিয়ন১/১৪
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড২০১৫সেমি-ফাইনাল৩/১৪
ইংল্যান্ড২০১৯-
ভারত২০২৩-
মোট১২/১২২টি শিরোপা৭৫৪৬২৭

বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড[সম্পাদনা]

বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড
স্বাগতিকবছররাউন্ডঅবস্থানখেলাহাটাইফহ
দক্ষিণ আফ্রিকা২০০৭চ্যাম্পিয়ন১/১২
ইংল্যান্ড২০০৯সুপার ৮৭/১২
ওয়েস্ট ইন্ডিজ২০১০সুপার ৮৮/১২
শ্রীলঙ্কা২০১২সুপার ৮৫/১২
বাংলাদেশ২০১৪রানার-আপ২/১৬
ভারত২০১৬সেমি-ফাইনাল৩/১৬
মোট৬/৬১টি শিরোপা৩৩২০১১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি[সম্পাদনা]

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

এশিয়া কাপ[সম্পাদনা]

এশিয়া কাপ

বিলুপ্ত টুর্নামেন্ট[সম্পাদনা]

কমনওয়েলথ গেমসহিরো কাপএশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপঅস্ট্রাল-এশিয়া কাপওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট
ক্রিকেট শুধুমাত্র ১৯৯৮ কমনওয়েলথ গেমসে খেলা হয়েছিল।

সিরিজ জয়[সম্পাদনা]

First Test series wins[সম্পাদনা]

OpponentYear of first Home winYear of first Away win
 অস্ট্রেলিয়া1979[২]২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে
 বাংলাদেশ20172000
 ইংল্যান্ড1961/621971
 নিউজিল্যান্ড1955/561968
 পাকিস্তান19522004
 দক্ষিণ আফ্রিকা1996
 শ্রীলঙ্কা1986/871993
 ওয়েস্ট ইন্ডিজ1978/791971
 জিম্বাবুয়ে19932005

ওডিআই সিরিজ জয়[সম্পাদনা]

Opponentঘরের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে সর্বমোট জয়
 অস্ট্রেলিয়া1986২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে
 বাংলাদেশ২০০৪৪ বারের মধ্যে ৩ বার
 ইংল্যান্ড20061990
 নিউজিল্যান্ড19882009
 পাকিস্তান1983২০০৪ সালে সৌরভের নেতৃত্বে৩ বারের মধ্যে ২ বার
 দক্ষিণ আফ্রিকা1991২০১৮
 শ্রীলঙ্কা1982২০০৮ সালে ধোনির নেতৃত্বে৯ বারের মধ্যে ৪ বার
 ওয়েস্ট ইন্ডিজ19942002
 জিম্বাবুয়ে19931992

টুয়েন্টি২০ সিরিজ জয়[সম্পাদনা]

বিপক্ষঘরের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে সর্বমোট জয়
 অস্ট্রেলিয়া-২০১৬ সালে ধোনির নেতৃত্বে৩ বারের মধ্যে ১ বার
 ইংল্যান্ড20172018 সালে বিরাট কোহলির নেতৃত্বে৩ বারের মধ্যে ১ বার

প্রকাশঃ ৮ জুলাই ২০১৯