পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
| পায়রা বিদ্যুৎ কেন্দ্র | |
|---|---|
| দেশ | |
| অবস্থান | পায়রা, কলাপাড়া উপজেলা, পটুয়াখালী জেলা, বাংলাদেশ |
| অবস্থা | প্রস্তাবিত |
| মালিক | বাংলাদেশ সরকার |
| পরিচালক | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সংস্থা |
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশ-এর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় প্রস্তাবিত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ করবে চীন[১] ও বাংলাদেশ সরকার যৌথ ভাবে।বিদ্যুৎ কেন্দ্রটি পায়রা বন্দর এর কাছে নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট এর মোট ২ টি ইউনিট নির্মাণ করা হবে। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট।
ইতিহাস[সম্পাদনা]
১৯ই মার্চ ২০১৫ তে পায়রা বিদ্যুত কেন্দ্র স্থাওপ্নের জন্য এনডব্লিউপিজিসিএল এবং সিএমসি এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।[২]
No comments:
Post a Comment