আমার পরিচিত যত পুরুষ+মহিলা ( সকল মানুষ) আছে তাদের সবাইকে নিয়ে একটা ক্যাটাগরি সাজিয়েছি।
১. এদের মধ্যে ৭০ % আমাকে ভাল করে চিনে।
২. ২০% মানুষ সব সময় চেষ্টা করে তাদের কাজে আমাকে ব্যবহার করতে।
৩. ৬% মানুষ আমাকে মন থেকে ঘৃণা করে।
৪. ৪% মানুষ আমাকে খুব পছন্দ করে
৫. আর, ০.১% মানুষ আমাকে খুব ভাল করে বুঝতে পারে।
আমার লেখা পড়ে অনেকের ই খারাফ লাগতে পারে। কিন্তু এটাই বাস্তব। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা একবার মনে মনে কল্পনা করে দেখেন আপনি কোন % এ পরেন।৷ প্রকাশ করতে হবে না। শুধু একবার চিন্তাভাবনা করে দেখেন।

No comments:
Post a Comment